জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৩ নভেম্বর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/01/gazipur_national_uni._pic.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএল বি শেষপর্ব পরীক্ষা আগামী ৩ নভেম্বর (শুক্রবার) থেকে সারা দেশে ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে।
আজ বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পরীক্ষা শেষ হবে আগামী ২২ ডিসেম্বর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টায় এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারা দেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ০১৩১৩০৫২৩৬৬। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।