মুন্সীগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল, টায়ারে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/02/munsiignyj.jpg)
মুন্সীগঞ্জে অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার সড়কে টায়ারে আগুন দেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলমান টানা তিন দিনের অবরোধের শেষ দিনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) মুন্সীগঞ্জে ঝটিকা মশাল মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
এদিন সকালে মুন্সীগঞ্জ শহরের জুবলী সড়কে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ সময় সড়কে টায়ারে আগুন দিতে দেখা যায়।
এ ছাড়া জেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল এবং মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন যুবদলের নেতাকর্মীরা।
অবরোধের মধ্যে আজ বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার গণপরিবহণ ছেড়ে না আসায় জেলার দুটি মহাসড়কে গণপরিবহণ কম চলাচল করছে। তবে, অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।