নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর অবরোধের নামে সহিংসতার প্রতিবাদে মিছিল ও শান্তি সমাবেশ করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ১২টার দিকে সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ের বস্তোল এলাকায় এ শান্তি সমাবেশ ও মিছিল করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন, সামনের নির্বাচনে পরাজিত হবে জেনেই শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও এই হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তাদের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে আওয়ামী লীগ।