এবার নতুন কর্মসূচি দিল জামায়াত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/02/jaamaayyaat.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি
বিএনপির পর এবার নতুন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলমান অবরোধ কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এ ছাড়া নিহত নেতাকর্মীদের জন্য আগামীকাল দোয়া মাহফিল করবে তারা।
সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী রবি ও সোমবার দেশব্যাপী অবরোধ পালন করবে জামায়াত। এ কর্মসূচিতে তারা সড়ক, নৌ ও রেলপথে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করবে।
এদিকে বিকেলে রোববার থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।