তারেক জিয়াকে আদালতে দাঁড় করাব : কৃষিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/11/krssimntrii.jpg)
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি নিজের কবর নিজেই খুঁড়ছে। এই কবর থেকে বিএনপি আর উঠতে পারবে না। তারেক জিয়াকে দেশে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার ও স্থানীয় অন্যান্য নেতারা।