তিন ঘণ্টায় আওয়ামী লীগের ৩৩৫ মনোনয়নপত্র বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্থাৎ, তিন ঘণ্টায় মনোনয়ন ফরমগুলো বিক্রি করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
তিন ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রির তালিকায় সবার ওপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে বিক্রি হয়েছে ৮২টি মনোনয়ন ফরম। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিভাগে ৫৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২৯টি, সিলেট বিভাগে ১৫টি, খুলনা বিভাগে ৪৫টি, বরিশাল বিভাগে ৪০টি, রাজশাহী বিভাগে ২৯টি এবং রংপুর বিভাগে ৪০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুদিনে দলটি দুই হাজার ২৮৬টি ফরম বিক্রি করেছে। এর মধ্যে প্রথম দিনে এক হাজার ৭৪ ও দ্বিতীয় দিনে এক হাজার ২১২ ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। এই ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
গত শনিবার থেকে ক্ষমতাসীন দলের মনোয়ন ফরম বিক্রি শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।