ইসলাম ক্ষমতায় এলে একজনও না খেয়ে থাকবে না : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অনেকেই মনে করেন, ইসলাম ক্ষমতায় এলে অনেক অসুবিধা। ইসলাম এলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না। শুধু সুবিধা আর সুবিধা। ইসলাম ক্ষমতায় এলে একজন মানুষও না খেয়ে থাকবে না।
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সম-অধিকার নিশ্চিতের জন্য হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। আবারও মাঠে নামতে হবে। জুলুম-অত্যাচার,খুন, ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।
ফয়জুল করীম আরও বলেন,আওয়ামী লীগ-বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেস্তাও ঢোকে,বের হবে আজাজিল হয়ে। ভালো মানুষ হয়ে ঢুকবে, শয়তান হয়ে বের হবে। আমি মনে করি, এটা এমন একটা ইঞ্জিন। এমন একটা ফ্যাক্টরি। যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি। এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে।
যারা ক্ষমতায় যেতে চান, তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন, মানুষ কেন আপনাদের ভোট দিবে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, দলিল দেন,আপনারা কী বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন?
বিএনপির উদ্দেশে ফয়জুল করীম বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বলে ৯১ সালে আপনাদের ক্ষমতায় নিয়েছিল। কিন্তু ৯৬-এ ক্ষমতায় থাকতে পারেননি, কেন? জিয়াউর রহমান সাহেব ভালো থাকার পরেও আপনাদের ক্ষমতায় নিয়েছিল। কিন্তু এরপর আসতে পারেননি, কেন? এর মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, তাই মানুষ আপনাদের ভোট দিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি। বারবার ফেল করেছেন। এই রাষ্ট্রকে দুর্নীতিতে তিন বার চ্যাম্পিয়ন করেছেন। এই দেশে খুন, ধর্ষণ বেড়ে গিয়েছিল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, আপনি বলেছেন দেশে র্যাম্বু ন্যাশন করবেন। যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের লোক থাকবে। সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান। আর বিরোধী দলের গলা চেপে ধরবেন। হত্যা করবেন। মামলা দিবেন। এটা র্যাম্বু ন্যাশন হয় না।
ফয়জুল করীম আরও বলেন বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলাম আসবে।
ফয়জুল করীম আরও বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না। ইসলামতো আসছে গরিবদের জন্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন মাহামুদুল হাসান, নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহাম্মেদ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের প্রার্থী সাইফুল্লাহ্ প্রধান, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।