বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/22/kader.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না। কমনওয়েলথের ১২টি দেশ থেকে বাংলাদেশে আগামী দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল আসতে পারে। তবে বিদেশিদের মতামত নিয়ে আমাদের মাথাব্যথাও নেই।
আজ বুধবার (২২ নভেম্বর) কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি হয়। বৈঠকে আরও অংশ নেন আওযামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান।
বাংলাদেশে নির্বাচন পদ্ধতি নিয়ে কী আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পৃথিবীতে গণতন্ত্রের দিক থেকে পারফেক্ট কোনো দেশ আছে কি না এমন প্রশ্ন করা হয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদের। এত অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন, এটা একটি পজিটিভ বিষয়।’
আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না।’
বাংলাদেশে নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত কারও নেতিবাচক মতামত দেখিনি, তবে বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথাও নেই।’
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়াও প্রধানমন্ত্রী নিজস্ব সংস্থা রয়েছে যাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দলের প্রার্থীদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়াটি গণতান্ত্রিক।’
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে আইনগত কাঠামো দিয়ে যুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এতো অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারেন।’