গজারিয়ায় মাছ ধরার জালে চার ফুট লম্বা অজগর
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাছ ধরার চায়না দুয়ারী জালে চার ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটিকে প্রথমে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) মনে করলেও পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তা সাপটি অজগর বলে নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকার বাসিন্দা কামাল মিয়ার চা দোকানের নিচে চায়না দুয়ারী জালে সাপটি দেখতে পান লোকজন। সাপটিকে অজগর মনে করে উপরে তোলা হলে এটিকে রাসেল ভাইপার বলে দাবি করেন অনেকে। এ সময় সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরবর্তীতে স্থানীয়রা সাপটি উদ্ধারের জন্য উপজেলা বন বিভাগে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, 'আমরা প্রথমে সাপটিকে অজগর মনে করেছিলাম তবে কিছু মানুষ ইন্টারনেট থেকে সাপের ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে দাবি করতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’
বিষয়টি সম্পর্কে উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান শফি বলেন, ‘আমরা সাপটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসি। প্রাথমিক পর্যবেক্ষণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে নিশ্চিত হই সাপটি অজগর, রাসেল ভাইপার নয়। পরবর্তীতে সকালে ১১টার দিকে উপজেলা সংলগ্ন ফুলদী নদীতে সাপটি ছেড়ে দেওয়া হয়।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘শুনেছি একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত কিছু জানি না।’