নাশকতার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/29/cmm-image.jpg)
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে খোকনকে আটক করা হয়।