ফেনীতে দুটি সিএনজি অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ

ফেনীতে আগুনে ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি
ফেনীতে ককটেল বিস্ফোরণ করে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
অটোরিকশাচালক ইকবাল হোসেন ও মনির আহমেদ জানান, সোমবার ভোর পৌনে ৬টার দিকে আট থেকে ১০ জন লোক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ও পেট্রল ঢেলে সিএনজিচালিত অটোরিকশাগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া দুর্বৃত্তদের ছোরা ইটের আঘাতে সিএনজিচালক ইকবাল হোসেন মাথায় আঘাত পেয়েছেন। পরে পাশের একটি হোটেল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে সাধারণ মানুষ।
ফেনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করে সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।