বেইলি রোডে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (৫ মে) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে খুদে বার্তায় জানানো হয়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় তারা। আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির ১০টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছে। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়। এরপর আরও সাতটি ইউনিট সেখানে পৌঁছায়। ১০টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কীভাবে আগুন লেগেছে, এখনো তা জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, সোমবার সন্ধ্যায় বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লাগে। বহুতল এই ভবনটির ওপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বেশকিছু দোকান রয়েছে।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় বিভিন্ন বয়সী লোকজন রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে নারী ও শিশু ছিলেন বেশ কয়েকজন।