হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/10/hbignyj_bienpi_snghrss.jpg)
মানববন্ধন কর্মসূচি পালন নিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে আজ রোববার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। ছবি : এনটিভি
হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে বিএনপি হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে মানববন্ধন কর্মসূচি পালন করে। পুলিশ তাদের মানববন্ধন কর্মসূচি শহরের প্রধান সড়কে না করে পইল রোডে পালন করার পরামর্শ দেয়। এতে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।