আওয়ামী লীগের নির্বাচনি গানের উদ্বোধনী অনুষ্ঠান কাল

আওয়ামী লীগের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী গানের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (২২ ডিসেম্বর)। দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তি বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন বিল্ডিংয়ে অবস্থিত বন ও পরিবেশবিষয়ক উপকমিটির অফিস কক্ষে উপকমিটির উদ্যোগে ‘নির্বাচনী গান’ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক।