ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ দম্পতি দগ্ধ
ফেনী শহরে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—এরিস্ট্রো ফার্মার ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) এবং তাদের ছেলে ঋক (৯)। আশিষ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল বলেন, ‘বিস্ফোরণে তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশিষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ, টুম্পার ৪০ শতাংশ এবং তাদের ছেলে ঋকের ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, ‘মঙ্গলবার রাত ১০দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সেখান থেকে পরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।