ফেনীতে গুমের শিকারদের স্মরণে র্যালি-আলোচনা

ফেনীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিট মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম। তিনি তার ছেলেকে ফিরে পেতে এবং গুমের ঘটনার বিচারসহ রাষ্ট্রের জোরালো ভূমিকার দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবার, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।
অধিকার ফেনী ইউনিট জানায়, ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ গৃহীত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পারসনস্ ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’র মাধ্যমে গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয়েছে।
সংগঠনটি ১০ দফা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে- সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা; গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার; পরিবারকে অস্থায়ী সম্পদ ও ব্যাংক হিসাব ব্যবস্থাপনা করার অনুমতি দেওয়া; সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তা আইন প্রণয়ন; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ বাতিল বা সংশোধন; র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা; গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রমাণ ধ্বংসে জড়িতদের বিচার; দ্রুত, স্বচ্ছ ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করা; এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ফরেনসিক ও তদন্ত ক্ষমতা উন্নয়ন।