নির্বাচনি ক্যাম্প ভাঙচুর মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীর জামিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/15/sirajgonj_bnp_photo.jpg)
নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ৪২ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের ৭১ নং বেঞ্চের বিচারক বিএনপি নেতাদের জামিন দেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, হাইকোর্টের ৭১নং বেঞ্চ বিএনপির নেতাকর্মীদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এ ছাড়া সদর উপজেলার সয়দাবাদে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ৪২ নেতাকর্মীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন একই আদালত।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক শামীম খান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডে চররায়পুর পূর্বপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরীর নির্বাচনি ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়। এ সময় ক্যাম্পের চেয়ার টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ পৌর সভার ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বাবলু জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি করেন।
আজ এ মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীকে জামিন দেন হাইকোর্ট।