সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/16/sbraassttrmntrii_aasaadujjaamaan_khaan_kaamaal.jpg)
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : এনটিভি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে নেই। বরং বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছে।
আজ রোববার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তাঁর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত গত বছর (২০২৩ সালে) ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে। আগামীতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে ভারত।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বাড়িয়ে নিতে আমরা কাজ করবো। দুই দেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের বিষয়েও ভারত উদ্যোগ নেবে।