প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে একনেক গঠন, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক গঠন করা হয়েছে। বিকল্প চেয়ারপারসন থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গতকাল রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত জ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
একনেক এর অন্য সদস্যরা হচ্ছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী ফারুক খান, পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কৃষিমন্ত্রী মো. আবদুস শহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।
এছাড়া মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।