সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে সেনাবাহিনী প্রধান
সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ সোমবার (২২ জানুয়ারি) তিনি এই সরকারি সফরে গেছেন।
সফরকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সেনাপ্রধান আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ইউএমইএক্স ২০২৪ (আনমেনড সিস্টেমস ২০২৪) অ্যান্ড এসআইএমটিইএক্স-২০২৪ (সিমুলেশন এন্ড ট্রেনিং সিস্টেমস ২০২৪) এক্সিবিশনসে অংশগ্রহণ নেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আসা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।