ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/25/brahmanbaria-train-cut-death-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত মো. কবির মিয়ার মরদেহ ঘিরে এলাকাবাসী। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. কবির মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
মো. কবির মিয়া উপজেলার যাত্রাপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত কবির পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি ছিলেন। আজ সকালে তিনি যাত্রাপুর থেকে রেলপথ ধরে আশুগঞ্জে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, তা জানা যায়নি।
মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।