রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ

আওয়ামী লীগের লোগো
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ চলছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়।
এর অনেক আগে থেকেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।