আ.লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে আটক ৮

ফরিদপুরে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে আট জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।
এর আগে রোববার দিনগত গভীর রাতে জেলা সদরের ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জেলা আওয়ামী লীগ লেখা সম্বলিত একটি ব্যানারও উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এতে আটক আট জনসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-জেলার সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), কোতয়ালী থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের বাবু মোল্যা (১৯) ও গন্দাখালী গ্রামের সোয়াদ (১৯)।
কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আওয়ামী লীগের ব্যানারে রেললাইনসহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আটক করে নিয়ে আসা হয়। তাদের নামে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।