রিজার্ভ সংকটে পড়লে চীন সহায়তা দেবে : রাষ্ট্রদূত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/28/ciinaa_raassttrduut.jpg)
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ বড় ধরনের রিজার্ভ সংকটে পড়লে তার দেশ (চীন) বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেবে। আজ রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
রোহিঙ্গা সংকট দূর করতে চীন বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়ে রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে চীনের চেষ্টা অব্যাহত থাকবে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। চীন থেকে আমরা বেশি আমদানি করি, কম রপ্তানি করি। আমাদের রপ্তানি বৃদ্ধির আলোচনায় চীন বাংলাদেশ থেকে পাট, চামড়া, মাংস, সী-ফুড মাছ এবং আম আমদানিতে আগ্রহ ব্যক্ত করেছে। জুলাই বা আগস্ট মাসে আমরা আম রপ্তানি শুরু করতে পারি। চীন একটি বড় বাজার। সেখানে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে আলোচনা করেছি।
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের জনগণও তাদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু এখন কক্সবাজারে স্থানীয়রাই সংখ্যালঘু, রোহিঙ্গা বেশি। নিরাপত্তা, মাদকসহ নানা সমস্যা সেখানে সৃষ্টি হচ্ছে। আমরা বলেছি, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। চীন এ বিষয়ে কাজ করছে এবং প্রত্যাবাসন যাতে শুরু হয় সে লক্ষ্যে কাজ করতে একমত হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ বৈরী পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, চীন আমাদের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে, সুবিধাজনক সময়ে সেটি হওয়ার জন্য আলোচনা চলছে।