এসআই হত্যা মামলার প্রধান আসামি নওগাঁয় গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/09/nogaan.jpg)
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম (৪০) হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে (৪৫) নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-২ এর যৌথ বাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত বুধবার ভোরে মান্দা উপজেলায় র্যাবের যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আর নিহত পুলিশ সদস্য জহুরুল ইসলাম নীলফামারী জেলায় পুলিশের ডিএসবি শাখার (এসআই) উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত এসআই কাজের সুবাদে ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য দেওয়া শেষে তিনি ও তার বন্ধু মোটরসাইকেলে নিজ বাড়ি ফুলবাড়ি উপজেলায় যাচ্ছিলেন। যাওয়ার পথে বিরামপুর সরকারি কলেজ সংলগ্ন তেল পাম্পের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহণ বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআইকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প ও র্যাব-২ এর যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-২ এর যৌথ অভিযানে ৭ ফেব্রুয়ারি ভোরে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ওই দিনই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।