ওয়ারীর রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ম্যানেজার গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/04/wari_thum.jpg)
রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) এই তথ্য জানিয়েছে ডিএমপি নিউজ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সালাউদ্দিন আহম্মেদ ও মো. সাইফুল ইসলাম শিমুল। এ সময় ওই রেস্টুরেন্ট থেকে চারটি গ্যাস সিলিন্ডার, একটি ভাঙা গ্যাসের চুলা ও একটি পাতিল জব্দ করা হয়।
গতকাল রোববার সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) কপিল দেব গাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, গত শুক্রবার (১ মার্চ) রাতে ওয়ারী থানার ‘পেশওয়ারাইন’ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশের কয়েকটি টহল টিম। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, ওই রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার ও চুলা ব্যবহার করতেন।
শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের পরও রেস্টুরেন্টটিতে পুনরায় রান্নার কাজে নিরাপত্তার তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। গতকাল রোববার ওই এলাকায় ডিউটিরত এসআই মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পৌঁছালে রেস্টুরেন্টের সবাই পালানোর চেষ্টা করেন। এ সময় সালাউদ্দিন আহম্মেদ ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।