জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/06/sbaasthymntrii_silett.jpg)
স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন আজ বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ছবি : এনটিভি
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনে গিয়ে সড়ক দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা নিহতের খবর জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। খবর পেয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে লিয়াকত আলীর মোকামপুঞ্জি বাসায় যান স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।