সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/07/eco.jpg)
সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত
সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান| আজ বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেসে চড়েন তিনি।
দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম গেলেন রেলে চড়ে| রেলে চড়ার সময়টুকু কাজে লাগান অফিসের গুরুত্বপূর্ণ কাজে।
ওয়াসিকা আয়শা খানের বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আমৃত্যু আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন।
ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।