রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/09/bhaartiiyy_haaikmishn_ddhaakaar_phesbuk_postt_theke_neoyyaa_chbi.jpg)
ভারতীয় হাইকমিশন ঢাকার ফেসবুক পোস্ট থেকে নেওয়া ছবি
রমজান মাস উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করে ভারতীয় হাইকমিশন। আজ শনিবার (৯ মার্চ) তারা তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন জানায়, এই পবিত্র রমজান মাসে (১২ মার্চ ২০২৪ থেকে) ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধুমাত্র বিকাল ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।