বাবার পাশে কুমিল্লায় শায়িত অবন্তিকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/16/kumillaa_0.jpg)
সহপাঠী ও প্রক্টরকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা বাবার পাশে দাফন করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুরে ফ্রিজার ভ্যানে করে অবন্তিকার লাশ কুমিল্লা নগরের দমকল পুকুরের উত্তর পাড়ে বাসার সামনে আনা হয়। এ সময় লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন অবন্তিকার মা তাহমিনা শবনম।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লার বাগিচাগাও এলাকার অরণী ভিলায় নিজের রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে জানাজার নামাজ শেষে শাসনগাছার পারিবারিক কবরস্থানে বাবা প্রফেসর জামাল হোসেনের শায়িত করা হয় অবন্তিকাকে।
মেয়ে হারিয়ে ভেঙে পড়েছেন তাহমিনা শবনম। গত বছর দুরারোগ্য ব্যাধিতে ভুগে মারা যান তার স্বামী অবন্তিকার বাবা কুমিল্লা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক জামাল হোসেন। এর এক বছরের মধ্যেই হারালেন মেয়েকে। অবন্তিকার ছোট ভাই জারিফ জাওয়াদ অপূর্ব এবার কুমিল্লা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বড়বোনকে হারিয়ে বাকরুদ্ধ সে। তারা আমার সন্তানকে যারা আত্মহত্যায় প্ররোচিত করেছে তাদের ফাঁসি চাই।