বক্স অফিসে আয়ের ভিত্তিতে কে এগিয়ে, কুলি নাকি ওয়ার-২?

দক্ষিণী সিনেমার অভিনেতা রজনীকান্তের সিনেমা ‘কুলি’ মুক্তির জন্য দর্শকরা অপেক্ষা করছিলেন। অবশেষে গত ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে ‘কুলি’র পাশাপাশি একই দিনে থালাইভার অ্যাকশন সিনেমা হৃতিক রোশান ও জুনিয়র এনটিআর-এর সিনেমা ‘ওয়ার টু’ মুক্তি পেয়েছিল। ফলে শুরু থেকেই আয়ের দিক থেকে দুই সুপারস্টারের সিনেমার মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। ইতোমধ্যে, '‘কুলি’ও ‘ওয়ার ২’-এর একাদশ দিনের কালেকশন প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক বক্স অফিসে আয়ের ভিত্তিতে কে কার থেকে বেশি এগিয়ে?
‘কুলি’ সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমার বাজেট ৩৫০ কোটি টাকা। এর জন্য রজনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ‘কুলি’ প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছিল। এবার রোববারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘কুলি’ ১১তম দিনে ১০.৭৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় এখন পর্যন্ত ২৫৬.৭৫ কোটি টাকা।
‘কুলি’ প্রথম দিনে ৬৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৫৪.৭৫ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৯.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ৩৫.২৫ কোটি রুপি, পঞ্চম দিনে ১২ কোটি রুপি, ষষ্ঠ দিনে ৯.৫ কোটি রুপি, সপ্তম দিনে ৭.৫ কোটি রুপি, অষ্টম দিনে ৬.১৫ কোটি রুপি, নবম দিনে ৫.৮৫ কোটি রুপি, দশম দিনে ১০.৫ কোটি রুপি, একাদশ দিনে ১০.৭৫ কোটি রুপি। আর মোট ২৫৬.৭৫ কোটি রুপি আয় হয়েছে। (প্রাথমিক প্রতিবেদন অনুসারে)
এদিকে হৃতিক রোশান ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘ওয়ার ২’। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমার বাজেট ৪০০ কোটি টাকা। ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি আয় করে ছিল। এবার রোববারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘ওয়ার ২’ এদিন দিনে ৬.৫০ কোটি রুপি আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ২২১.০০ কোটি রুপি আয় হয়েছে।
'ওয়ার ২' প্রথম দিন ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৫৭.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৩.২৫ কোটি রুপি, চতুর্থ দিনে ৩২.৬৫ কোটি রুপি, পঞ্চম দিনে ৮.৭৫ কোটি রুপি, ষষ্ঠ দিনে ৯ কোটি রুপি, সপ্তম দিনে ৫.৭৫ কোটি রুপি, অষ্টম দিনে পাঁচ কোটি রুপি, নবম দিনে চার কোটি রুপি, দশম দিন- ৬.২৫ কোটি রুপি, একাদশ দিনে ৬.৫০ কোটি রুপি। আর মোট সংগ্রহ ২২১.০০ কোটি রুপি আয় করেন। (প্রাথমিক প্রতিবেদন অনুসারে)