ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/30/kumillaa.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। আজ শনিবার (৩০ মার্চ) সকালে মহসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় উচ্ছেদ শুরু করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
এ সময় মহাসড়কের ওপর থেকে বাজারের আড়তদারদের পণ্য এবং সড়কের পাশে পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়।
পুলিশ সুপার জানান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নে মহাসড়কের ওপর ৫৩৯টি অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩০টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কুমিল্লা রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে সমান গুরুত্ব দিয়ে টহল কার্যক্রম সাজানো হচ্ছে।
খাইরুল ইসলাম বলেন, ‘যারা মহাসড়ক দখল করে রেখেছে তাদের সাবধান করে দিয়েছি। মহাসড়ককে সুশৃঙ্খল পর্যায়ে আনা ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা প্রস্তুত রয়েছি।