মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে ডিবির অভিযান
মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে’ অভিযান চালানো হচ্ছে। আজ বুধবার (১ মে) রাত ৮টার দিকে পাইকপাড়ার ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রাতে অভিযানে থাকা ডিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। এর আগে আজই সন্ধ্যায় মানবসেবার আড়ালে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে।
পরে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে মিল্টনের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। এ সময় তিনি বলেন, ‘মৃত্যুর জাল সনদ তৈরিসহ তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। সব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নেওয়া হবে রিমান্ডে।’