নির্বাচনে অংশ নেওয়ায় চাঁদপুরে দুই বিএনপিনেতা বহিষ্কার
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চাঁদপুরে দুই বিএনপিনেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার করা বিএনপি নেতারা হলেন- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আবু সুফিয়ান মজুমদার রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. রাবেয়া আক্তার রুবি। আবু সুফিয়ান মজুমদার রানা হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাবেয়া আক্তার রুবি জেলা বিএনপির সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠণতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সবপদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও এ তালিকায় আরও আছেন ২৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আবু সুফিয়ান রানা ‘ঘোড়া’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে এবং রাবেয়া আক্তার রুবি ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।