যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ওরা ১১ জন
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মূলহোতা রাকিব হোসেন (২০), ইয়াছিন (২০), সজিব (২৮), রায়হান ওরফে হৃদয় (২৮), আকাশ মাঝি (১৯), সজিব (১৯),রাব্বি হোসেন (২৬), মোস্তাকিম (২৮), মো. রাহাদ (২৭), শান্ত আহমেদ (২৫) ও আলী (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ১টি ছোরা, ১টি রামদা, ১টি হাসুয়া, ২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।
এম. জে. সোহেল বলেন, রাতে খবর আসে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেলের ছাদের ওপর ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, তারা রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।