পরিবারসহ দেশ ছেড়েছেন বেনজীর?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/31/benazir_ahmed.jpg)
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে গত ৪ মে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন সাবেক পুলিশ প্রধান।
সাবেক এই পুলিশ কর্মকর্তার অবস্থান নিয়ে তার ঘনিষ্ঠদের অনেকে বলছেন, তিনি সিঙ্গাপুর আছেন। আবার অনেকে বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন।
বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে তিন মেয়ে ও স্ত্রীসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। স্ত্রী জীশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সে দেশেই অবস্থান করছেন। বেনজীর আহমেদ কারও ফোনও ধরছেন না।
এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও তিন মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে।
দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে, আগামী ৬ জুন বেনজীর আহমেদকে এবং ৯ জুন তার স্ত্রী জীশান মির্জাসহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয়।