মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/19/munsiignyj_1.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় জোছনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জোছনা জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেড ফোন দিয়ে মোবাইলফোনে কথা বলতে বলতে ঝুঁকিপূর্ণ ও অন্যমনস্কভাবে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির মধুমতী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে সে রেললাইনের পাশে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/19/munsiignyj.jpg)
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের শ্রীনগর রেলস্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের টিম এবং স্থানীয় থানার পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারী কানে হেড ফোন দিয়ে মোবাইলফোনে কথা বলার সময় ওই দুর্ঘটনা ঘটে।