‘মা পুতে মিল্লা দেশ খাইলো গিল্লা’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/20/sangsad.jpg)
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, খালেদা জিয়ারা আর যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করুক না কেন, বাংলার মানুষ কিন্তু ভোলেনি। তারা ক্ষমতায় ছিল, তখন গ্রামে ও গঞ্জে স্লোগান উঠেছিল—মা ও পুতে মিল্লা দেশ খাইলো গিল্লা।
আজ বৃহস্পতিবার (২০ জুন) প্রস্তাবিত বাজেট আলোচনায় শামীম এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘাতকেরা সপরিবারে হত্যা করে। তারা ভেবেছিল, বাংলাদেশে আওয়ামী লীগ করার আর কোন লোক থাকবে না।
এনামুল হক শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি সততায়, মনবতায় সেরা ও সেরাদের সেরা। আগে বাংলাদেশের মানুষ বলত, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা অপরিহার্য। আর এখন প্রতিটি গ্রামে গ্রামে শোনা যায়, বাংলাদেশে মানুষের জন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিহার্য।
এমপি শামীম বলেন, খালেদা জিয়ার আমলে ‘তারা দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল। তারা দুর্নীতিতে অনার্স আর মানিলন্ডারিং এ মাস্টার্স।’
এই সংসদ সদস্য আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন খুনি তারেক জিয়া লন্ডনে বসে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেনো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে কেউ ব্যাহত করতে পারবে না।