রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো সিবোল্ড সাপ!
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় গোমতীর চরে রাসেল ভাইপার মনে করে ‘মৃদু বিষধর সাপ’ সিবোল্ড সাপ। আজ শনিবার (২২ জুন) ভোর সাড়ে ৫ টায় সাপটিকে পিটিয়ে মারেন শালধর এলাকার এক যুবক। তার নাম মো. শামীম।
শামীম জানান, তিনি গাড়ি চালক। শখের বসে শুক্রবার রাতে গোমতী নদীতে বাঁশ দিয়ে জাল পুঁতে আসেন। শনিবার ভোর সাড়ে ৫ টায় গিয়ে দেখেন একটি সাপ তার জালে পেঁচিয়ে আছে। পরে জালসহ সাপটিকে তীরে তুলে আনেন। পরে বাঁশ দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে জঙ্গলে ফেলে দেন। তার আগে মেরে ফেলা সাপের ছবি ও ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা সাপটিকে রাসেল ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে ওঠেন।
বন্যপ্রানী নিয়ে কাজ করা মোশারফ হোসেন বলেন, আমি ছবি দেখে রেসকিউ টিমসহ সাপ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এটা সিবোল্ড সাপ। এটা মিঠাপানি সংলগ্ন স্থানে বসবাস করে। বাংলাদেশে অন্য কোথাও এ ধরণের সাপ খুব এটা দেখা যায়নি। এটা মৃদু বিষধর সাপ।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও যদি কাউকে সাপ দংশন করে, তাহলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। কারণ, প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) মজুদ রয়েছে।