মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/atok.jpg)
হ্যান্ডকাফের প্রতীকী ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার (২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ জনকে গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৯৫ পিস ইয়াবা, ১৪৭ গ্রাম হেরোইন ও দুই কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।