রাজধানীর যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/02/gass.jpg)
গ্যাসের চুলা। ফাইল ছবি
গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মুগদা, আহমেদবাগ, বাসাবো ও শান্তিবাগে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।