আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন : আসিফ মাহমুদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/09/asif_0.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ছবি : এনটিভি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে শপথ নেওয়ার পর ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেছেন, আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন।
গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।
আরেক পোস্টে আসিফ লিখেছেন, শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।