ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে আজ শনিবার সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি
ময়মনসিংহে ‘যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত’ এই স্লোগানে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখার সহযোগিতায় সচেতন সনাতনী সমাজ এই কর্মসূচির আয়োজন করে।
৫ আগস্ট পরবর্তী সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, সাধারণ জনগণের বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়। সমাবেশে বক্তব্য দেন হিন্দু মহাজোটের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, সাধারণ সম্পাদক এম সি পাল, ইসকনের অধ্যক্ষ গৌর দাস প্রমুখ।