হালুয়াঘাটে ৫টি ভারতীয় চোরাই মহিষ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী পূর্ব জামগড়া এলাকার একটি পুকুর থেকে ২টি ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিষের মালিককে পাওয়া যায়নি।
অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার জামগড়া গ্রামের ফজলু মিয়ার গোয়ালঘর থেকে তিনটি ভারতীয় মহিষ জব্দ করেছে পুলিশ। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে ফজলু মিয়া পালিয়ে যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, ‘অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষগুলো পুকুরে রেখে পালিয়ে যায়। যার বাড়িতে অভিযান চালানো হয়েছে তারা দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। পরে আমরা মহিষ দুটি উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে দিয়েছি। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’