শেখ হাসিনার বিচার না হলে মানুষ আন্দোলনের সুফল পাবে না : এ্যানি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/20/any_pic.jpg)
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের মানুষ আন্দোলনের সুফল পাবেনা। আজ শুক্রবার (২০ সেপ্টপম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পারভেজ হোসেনের কবর জিয়ারত শেষে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।
এ সময় এ বিএনপিনেতা শহীদ পারভেজের বাবা নবী উল্যার সঙ্গেও কথা বলেন এবং তাঁকে আর্থিক সহযোগিতা করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়নের আন্দোলনে শহীদ হয়েছেন যাঁরা, তাঁদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। হাসিনার আমলে করা ছাত্র-জনতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, সময় পাল্টেছে। এখন আর পুরান ধারার রাজনীতি করার সুযোগ নেই। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে। নতুন যারা রাজনীতিতে এসেছে, তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপিনেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ভিপি বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ইউছুফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।