আন্দোলনে হামলায় ৩৯ প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যা ব
ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। বাকিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
আজ রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে মুনিম ফেরদৌস এ তথ্য জানান।
লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে, তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে।