আ.লীগ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে : ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে মেয়র সূচি বাপ-বেটির ভোট লাগেনি। কুমিল্লার মানুষ বাপ-বেটির কাছে জিম্মি ছিল। আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে। বিএনপি ছিল আছে থাকবে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।
আজ শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার পাচোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণ ক্ষমতা উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে পুনর্বাসন দরকার। ইতোমধ্যে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য কাজ করছে। আজকে আমরা বীজ, পোনা, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেছি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়া কখনো আত্মসমর্পণ করেনি, খালেদা জিয়া কখনো আপস করেনি। আমাদের নেত্রী কখনো পালিয়ে যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এ্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ বক্তা এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, এ্যাব সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীন, এ্যাব কুমিল্লার চ্যাপ্টার সভাপতি কৃষিবিদ প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে এ্যাব কুমিল্লা চ্যাপ্টার এ্যাব সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন।