পুলিশ গিয়ে দেখল নব দম্পতির মরদেহ ঝুলছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/11/09/dead.jpg)
রাজধানীর মালিবাগে একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মণীষা আক্তার (১৮) দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দেড় থেকে দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন বলে জানা গেছে।
আজ শনিবার (৯ নভেম্বর) মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকার তাহিরুল ভিলায় এ ঘটনা ঘটে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বাসেদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসেদ মিয়া জানান, তারা দুপুর সাড়ে বারোটার দিকে খবর পান। পরে টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। দুপুর পৌনে একটার দিকে বাসাটির তৃতীয় তলায় গিয়ে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তিনি এলাকাবাসীকে ডাকেন। তাদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসেদ মিয়া আরও বলেন, আমরা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। আত্মীয়স্বজনের ধারণা, তারা ভোরের দিকে মারা গেছেন। জুবায়েরের মোটর মেকানিক কারখানা রয়েছে। তার গ্রামের বাড়ি পাবনা সদরের বলরামপুর গ্রামে এবং মণীষার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামে। তারা দুজনে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, মেয়ের পরিবার ছেলের বিষয়ে সবকিছু জেনে বিয়ে দিলেও ছেলের পরিবার কিছু জানত না।
বাসেদ বলেন, লাশ দুটি উদ্ধারের সময় জোবায়েরের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে এবং মণীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনায় রামপুর থানা একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।