রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য : ডিআইজি পলাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/11/24/bbaria_dig_pic.jpg)
একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সবাইকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানিয়ে ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চায়। যারা জনকল্যাণে কাজ করবে। প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ। যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে।
জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ মোবারক হোসেন, জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।