আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না : দুলু
আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। তাদের ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ বিদেশে বসে বাংলাদেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যস্ত্র চক্রান্ত করে আর সফল হওয়া যাবে না।
দুলু আরও বলেন, বিদেশি শক্তির মদদে পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।